Posts

Showing posts from June, 2018

আঁধার ও আলোর ছোট্ট একটি গল্প | Short Facebook Status

Image
 প্রতি রাতে আধার হন্য হয়ে খুজে বেড়ায় আলোকে। কিন্তু বদমাইশ আলোটা সারারাত লুকিয়ে থাকে আধারের বুকের মাঝখানে। কখনো সে দেখা দেয় না আধারের কাছে। সারারাত তন্ন তন্ন করে আলোকে খুজে ক্লান্ত আধার ভোরের আগেই ঘুমোতে চলে যায়। আর এই সুযোগে বদমাইশ আলো চুপটি করে বের হয়ে যায় অন্ধকারের বুক থেকে। এখন তার আনন্দের পালা শুরু সারাদিন ঘুরে বেড়াবে ইচ্ছা মত যেখানে সেখানে। এই না অন্ধকার জেগে যায়, এই ভয়টাও কিন্তু হয় সবসময়। তবে সন্ধ্যার আগেই মনের আনন্দে ঘুরে ঘুরে আলোটাও ক্লান্ত হয়ে যায়। দেখতে পায় আধারের ঘুম ভেঙে যাওয়া ভাব আর অস্থির চোখের পাতা। ক্লান্ত আলো তারাতারি এসে আবার ঢুকে পড়ে আধারের বুকের মাঝখানে। দিন শেষে বোকা আধারটার ঘুম ভাঙলে আবার সে তন্ন তন্ন করে খুজে বেড়ায় আলাকে। এভাবেই চলতে থাকে দিনের পর দিন আর রাতের পর রাত। কিন্তু আঁধারের আলো পাওয়ার আকাঙ্ক্ষাটা বিন্দুমাত্র কমেনা।  - সাকিব হোসাইন পোস্টটি ফেসবুকে বন্ধু দের সাথে শেয়ার করুন। Share মূল ফেসবুক পোস্ট এইখানে ।  আরও পড়ুনঃ  একটি গাধা ও ব্যাক্টেরিয়ার প্রেম কাহিনি (গল্প)  অপেক্ষা নামক গল্পটি আমাদের অ্যাপগুলো প্লে-স্টোর থেকে  Instal

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন
................Sleep Tracker Alarm Android App