সময়ের প্রয়োজনে গড়ে ওঠা সম্পর্কগুলো | Relationships
সম্পর্ক কি? আমাদের জীবনে কেনো সম্পর্কে জরাতে হয়? সবাই কেন কোনো না কোন ভাবে অপরের সাথে সম্পর্কযুক্ত? আমরা কখনও ভাবিনা এইগুলো নিয়ে। শুধু মেনে নেই যে এইটা এমন সম্পর্ক ঐটা অমন। ইক্টু চিন্তা করলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা সম্পর্কই সময়ের প্রয়োজনে গড়ে ওঠে। হতে পারে সেই প্রয়োজনটা আপনার পুরো জীবনকাল অথবা ১ দিনের অথবা ১ ঘন্টার। যেমন আপনার নিজের বাবা-মা এর সাথে আপনার সম্পর্কটা সারাজীবনের। আপনি পৃথিবীতে আসার পর থেকে সারাজীবনের প্রয়োজনেই বাবা-মা এর সাথে আপনার সম্পর্কটি গড়ে উঠেছে। আপনার জীবদ্দশায় অন্য অনেক সব সম্পর্ক গড়তে এবং ভাঙতে পারে। কোনো সম্পর্ককে হয়ত আপনি বাবা-মা এর থেকেও বেশী প্রাধান্য বা প্রাইওরিটি দিয়েছিলেন এবং জীবন না শেষ হতেই সময়ের প্রয়োজন শেষে তার সাথেও আপনার সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু বাবা-মা এর সম্পর্ক থেকে চাইলেও আপনি মুক্তি পাবেন না জীবন শেষ না হওয়া পর্যন্ত। আবার মনে করুন, আপনি একটি ট্রেনে ১ ঘন্টার সফরে কারও সাথে কথা বললেন জার্নির সময়টা কাটাতে। এখানে আপনাদের সময়ের প্রয়োজনটা ১ ঘন্টার সুতরাং সম্পর্কটাও ১ ঘন্টার। এই সময় শেষে দুইজনের মধ্যে কোনো সম্পর্ক থাকবেনা। সময় যত বছর, মাস, দি