Android Bangla Guidelines: শেখার শুরু। The Beginning | App Development Series 2
আপনি যদি এন্ড্রয়েড শেখার আগের ধাপ সমূহ পার করে আসেন তাহলে আপনি বুঝে গেছেন যে কিছু শেখা অতটা সহজ হয়না প্রথমে । কিন্তু নিজের ওপর বিশ্বাস টা দৃঢ় থাকলে আর শেখার ইচ্ছাটা প্রবল হলে আপনার শুধু শুরুটা করতে হবে। এরপরে শেখার পথটা আসতে আসতে সহজ হয়ে যায়। আর যদি আপনি আগের ধাপগুলো ঠিক মত না জেনে Android শুরু করেন তাহলে আপনি কাজ করতে যেয়ে বার বার ধাক্কা খাবেন। ধাক্কা টা পজিটিভ ভাবে নিলে এই ধাক্কাই আপনাকে আরও মজবুত করবে। মানে যেইটাতে কাজ করতে যেয়ে আটকে যাবেন সেইটা আবার শিখে আসতে হবে। যদিও কাজ করতে যেয়ে Android এর জাভা ফ্রেমওয়ার্কের অনেককিছুই শেখা লাগবে। তাই যদি Android Programming শুরু করে আগের ধাপের সি প্রোগ্রামিং এর ফাংশানের মত জিনিসপাতি শিখতে যান তাহলে ফলাফল অতটা ভালো হবে বলে মনে হয়না। বাকিটা আপনার ইচ্ছা। এখন শেখার শুরু কিভাবে করবেন সেইটাতে আসা যাক। শেখার আগের জিনিসপাতি জানা থাকলে এখন আমি বলবো শিখে শিখে কাজ করার থেকে করে করে শিখুন। এইভাবেই সবার ভালোভাবে শেখা হয় বলে মনে করি। আর শুরুটা করবেন সহজ কোনো অ্যাপের ধারণা থেকে। প্রথমেইতো আপনি বড় কোনো প্রজেক্ট করতে পারবেন না। সহজ কথা। তাই শুরু করুন একটা ক্