ওজন কমানোর ডায়েট অ্যাপ BMI & BMR
BMI BMR Calculator |
Health Report Preview 1 |
Health Report Preview 2 |
Health Report Preview 3 |
Health Tips |
General Diet Chart Preview |
Detailed Diet Chart Preview |
অ্যাপ লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.blogspot.sakibhs.bmihealthadviserbangla
আপনার বিএমআই (BMI) এবং বিএমআর (BMR) মূল্যায়ন করে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং শরীর ও স্বাস্থ্য সেবা মূলক অ্যাপ যা ব্যবহার করা খুব সহজ। অ্যাপলিকেশন টি থেকে ব্যক্তিগত স্বাস্থ্য রিপোর্ট ও তথ্য পাবেন। অ্যাপে লিঙ্গ, বয়স, ওজন ও উচ্চতা দিলে, স্বাস্থ্য পরামর্শ পাবেন। এটি সুস্থতার পরিকল্পনা বানানো, ওজন কমানো, সুসাস্থ্য রক্ষা, স্বাস্থ্য শিক্ষা, খাদ্য ও শক্তি বিশ্লেষণ করতে খুবই উপযোগী।
পুরুষ বা মহিলা উভয় রকমের মানুষের শারীরিক কাঠামো অনুযায়ী ওজনের একটি নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট ওজন থেকে বেশি মানে শরীরে অনেক রকম খারাপ রোগ বালার আশঙ্কা থাকে।ডায়াবেটিস, হৃদরোগ, প্রেসার, ক্যান্সার এসব ভয়ংকর রোগের অন্যতম কারণ ওজন অতিরিক্ত থাকা । তাই পুষ্টিবিদরা যেমন সামান্য ওজনও বেশি রাখা যেন না হয় সেদিকে সতর্ক করেন, তেমনি খুব ওজন কম না রাখার ব্যপারেও নির্দেশনা দেন । সহজেই অসুখ ধরা বা শরীর দুর্বল লাগা, এগুলো সমস্যা হবেই যদি ওজন স্বাভাবিক এর থেকে কম-বেশী হয়।
তাই আদর্শ শারীরিক ওজন অর্জন করতে কিছু টিপস মেনে চলুন যা এই অ্যাপ টি তে পাওয়া যাবে। ওজন কমানো বা বাড়ানোর জন্য অনেকে পুষ্টিবিদের কাছে যেয়ে মোটা অঙ্কের টাকা ব্যয় করে। তবে এর একদম বিকল্প হিসেবে আপনি ফ্রি তে এই অ্যাপ ব্যবহার করেই সেই টাকা ব্যয় থেকে রক্ষা পেতে পারেন। যদি এপ এর টিপস অনুসরণ করে ওজন নিয়ন্ত্রনে রাখতে না পারা যায় বা স্বাস্থ্যের অবস্থা অনেক বেশি খারাপ হয় তাহলে আপনার জানা শুনা কোন ভালো পুষ্টিবিদ বা ডাক্তার এর কাছে যাওয়া উচিত। কোন পর্যায়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে তা অ্যাপ এ দেয়া স্বাস্থ্য ক্যালকুলেটর এর মাধ্যমে সহজেই জানতে পারবেন।
যা থেকে ক্যালরি ও শরীরের আদর্শ ওজন অনুযায়ী যেকোনো ছেলে, মেয়ে, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ও আলাদা আলাদা খাবারের চার্ট বানানো যাবে। চার্টে উচ্চতা অনুযায়ী ওজন যাচাই করে নির্দিষ্ট প্রোটিন, ভিটামিন, স্নেহ এর ভিত্তিতে খাবার বেছে নিন।
বেসাল মেটাবোলিক রেট বা বি এম আর দ্বারা দেহে সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় ক্যালরির চাহিদা কত জানা যায়। যা বের করতে প্রতিদিন ওজন মাপা শুরু করা জরুরি।
শরীর কমানো ও সুস্থ থাকার জন্য নির্দেশিকা টি ব্যবহার করুন ও স্বাস্থ্যকর খাবার খান।
নিজের কাছে স্বাস্থ্য অ্যাপ টি ভালো ও উপকারী মনে হলে পরিবার ও বন্ধু দের সাথে শেয়ার করুন এবং ৫ স্টার রিভিউ দিন । আর অ্যাপটি ভালো না লাগলে বা এপ্স এ কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিন ইমেইল বা খারাপ রিভিউ এর মাধ্যমে। খাবার হজম সঠিক ভাবে করুন আর পেট, কিডনি, পাকস্থলী ও যকৃতের যত্ন নিন। সুখী জীবনযাপন করুন।
অ্যাপ লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.blogspot.sakibhs.bmihealthadviserbangla
Tags:
- bd health tips
-
-
- মেদ কমানোর নিয়ম
- diet tips bangla
- চিকন হওয়ার সহজ উপায়
-
-
kivabe chikon hobo