হিসাব রাখার খুব সহজ একটি Android অ্যাপ একাউন্ট ম্যানেজার || Account Manager || Bangladeshi App Review

দৈনন্দিন আমাদের কত খরচের হিসাব নিকাশই করতে হয়! যেমন দৈনিক চাল-ডাল বাজারের হিসাব, মেসে থাকা মানুষের প্রতিদিনের মিলের(Meal) হিসাব, কারোর কাছে টাকা ধার দিলে বা নিলে সেইটার হিসাব মনে রাখা, স্টুডেন্টদের প্রতিমাসে প্রাইভেট টিউশন/স্কুল/কলেজের ফি, প্রতিদিনের যাতায়াতের ফি ইত্যাদি ইত্যাদি নানান সব খরচ।

আবার আমাদের ইনকাম(Income) বা টাকা পাওয়ার হিসাবও কিন্তু কম না। যেমন একজন চাকুরিজীবীর প্রতিমাসে পাওয়া বেতন ও বোনাসের(Bonus) হিসাব, দোকানীদের প্রতিদিনের বেচাবিক্রির ও দোকানের বাকি উঠানোর হিসাব, মেসে থাকা ছাত্রছাত্রীদের মাসের শুরুতে বাসা থেকে বা টিউশনি থেকে পাওয়া টাকার হিসাব ইত্যাদি৷

বেশিরভাগ মানুষই এসব হিসাবনিকাশ খাতা-কলমে করে। যদি কারোর আয়ব্যয়ের খাত অনেকবেশি হয় তাহলে তার জন্য এত হিসাব কাগজে লিখে রাখা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে। আবার খাতা বা হিসাবের কাগজটি সব সময় সাথে না থাকলে কারোর হিসাব চট করে বের করা সম্ভব না।

আধুনিক এই দুনিয়ায় খাতা সবসময় হাতে না থাকলেও একটা স্মার্টফোন(Smart Phone) প্রায় সবার কাছেই থাকে। কেমন হতো যদি এই স্মার্টফোনটিতেই আপনার এসব হিসাব নিকাশ সব সেভ(Save) করে রাখা যেত? সার্চ(Search) করলেই কার সাথে কত হিসাব সব বের করা যেত। সুবিধা মত সব হিসেব অনলাইনে(Online) সংরক্ষণ করা যেত। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে সহজেই অন্য মোবাইলে লগইন করে সব হিসাব আবার পাওয়া যেত।

এমন সবকিছুই করা সম্ভব একাউন্ট ম্যানেজার(Account Manager) এন্ড্রয়েড(Android) অ্যাপ দিয়ে। এটি এমন একটি অ্যাপ(App) যা দ্বারা দৈনন্দিন সব আয়ব্যায়, দেনা-পাওনা, ক্রয়-বিক্রয়ের হিসাব নিকাশ করা ও অ্যাপে সেটি সেইভ করে রাখা যায়। খুব ফ্লেক্সিবল ও ইজি টু ইউজ(Flexible and Easy to Use) অ্যাপ এটি। আপনার হিসাবের সংখ্যা যত বেশিই হোক আপনি যেকোনো হিসাব খুজে পাবেন অ্যাপ এর সার্চ অপশনের মাধ্যমে।

আবার ধরুন, কোনো অফিসিয়াল হিসাব যা আপনার অফিসের বসকে খুব দ্রুত পাঠাতে হবে আপনি প্রতিবার হিসাবের স্ক্রিনশট নিয়ে নিয়ে বসকে পাঠাচ্ছেন যা খুব বিরক্তিকর ও সময়সাপেক্ষ বিষয়। এই সমস্যা সমাধানের জন্যও অ্যাপ এ আছে পিডিএফ সুবিধা। আপনার সবগুলো ট্রান্সাকশন একসাথে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করে পাঠিয়ে দিতে পারবেন অন্য যেকোনো ব্যাক্তিকে। অ্যাপটিতে রয়েছে চমৎকার আরেকটি ফিচার। তা হলো এইটা সম্পুর্ন পাসওয়ার্ড প্রটেক্টেড একটি অ্যাপ। ইন্সটল করার পর একদম প্রথম অবস্থায় এটিকে আপনার একটা পাসওয়ার্ড কনফার্ম করে বলে দিতে হয়। পরবর্তীতে অ্যাপটি এই পাসওয়ার্ডটি না দিলে কোনোভাবেই অ্যাপ এর কন্টেন্ট দেখা যাবেনা। ফলে পাসওয়ার্ডটি ছাড়া আপনার লেনদেন কেউ দেখতে পারছেনা।
অ্যাপটি ইন্সটল করতে নিচের লিংকে অথবা ছবিটিতে ক্লিক করুন। https://play.google.com/store/apps/details?id=net.appcolors.accountmanager



আরোও পড়ুনঃ-

 ==>  কিভাবে আমরা আমাদের শৈশবের আনন্দ গুলো আবার ফিরে পেতে পারি


 ==>  ষষ্ঠ থেকে দশম শ্রেনির কমন অংক মিডিল টার্ম


 ==>  নিজেকে অনুপ্রাণিত বা মটিভেট করার উক্তি সমূহ (Quotes of Motivation)


 ==>  মানসিক রোগ নির্নয়ের অ্যাপ Mental Health Test


Comments

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন
................Sleep Tracker Alarm Android App

জনপ্রিয় পোস্টগুলো

নিজেকে অনুপ্রাণিত বা মটিভেট করার উক্তি সমূহ (Quotes of Motivation)

ষষ্ঠ থেকে দশম শ্রেনির কমন অংক মিডিল টার্ম | Bangla Middle Term Math Tutorial

ওজন কমানোর ডায়েট অ্যাপ BMI & BMR