নদী ও সমুদ্রের গল্প (রূপকথা) | Deshi Short Stories | Bangla Choto Golpo
তবে ঝিন্মলতা দুই বোনের মধ্যে এত অমিলের মধ্যে একটি মিল হল তাদের দুইজনের পানি একই রকম সুন্দর ও স্বচ্ছ। তাই শুধু পানির রঙ দেখে এদের আলাদা করা খুব কষ্টসাধ্য ব্যপার। আর এই পানি যাচাই করে আলাদা না করার কারনেই ঝিন্মলতার কাছে ধরা খায় বিশাল বিশাল জলরাশি ও সমুদ্র। প্রভাবশালী দুই নদীর খুব কেটে যাচ্ছিলো দিনকাল। কিন্তু সময়কি কখনও সবার একই রকম ভাবে যেতে পারে? তাদেরও গেলোনা। ঝিন্মলতা এইভাবে সমুদ্রকে ধংস করতে করতে একটা সমুদ্রের প্রেমে পড়েই গেলে। সমুদ্রটাকে ধংস করতে না পারার ফলেই মনেহয় তার এই প্রেমের উদ্ভব হয়। ঝিন্মলতা বলে কথা! কিন্তু সেই দুর্বার সমুদ্র সবসময় চাইতো ময়ূরাক্ষীর মত একটা কোমল নদীকে আপন করতে। কখনও সে কোনো নদীর ক্ষতি করেনি। বরং অনেক প্রাণহীন নিথর নদীতে পানি ফিরিয়ে দিয়েছে সমুদ্রটি। শুধু পারেনি সেই ঝিন্মলতার বোন ময়ূরাক্ষীকে পূর্ন করতে। স্বভাবতই যে সবদিক দিয়ে পূর্ন সেই ময়ূরাক্ষী তো কখনওই চাইবেনা অন্যকারোর দয়া নিতে। হয়ত সমুদ্রপ্রেমে না পড়ার মধ্যেই তার পূর্ণতা। কিন্তু সমুদ্রটির বিশালতা দেখে ময়ূরাক্ষীও মনে মনে অনেকবেশী ভালোবেসে ফেলেছিলো সমুদ্রটিকে। তবে কোনো দিনও তার স্বকীয়তা হারিয়ে সমুদ্রকে বুঝতে দেয়নি। সমুদ্রপ্রেমের অপূর্নতায় শেষ হওয়ার দার প্রান্তে এসেও সে সমুদ্রটিকে না বলে দেয়। তাই সমুদ্রটি তার বোন ঝিন্মলতায় মিশে যায় এবং তীব্র আক্ষেপ আর অপূর্নতা নিয়েই জীবন কাটিয়ে চলে।
একটি কাল্পনিক রূপকথা। # হিজিবিজি
- সাকিব হোসাইন
প্লে-স্টোর থেকে Install করুন Colorful Life Apps এর অসাধারন কিছু অ্যাপ।
Comments
Post a Comment