নদী ও সমুদ্রের গল্প (রূপকথা) | Deshi Short Stories | Bangla Choto Golpo


সমুদ্রের রূপকথা

নদীর নামটি ময়ূরাক্ষী। যেমন সুন্দর নদিটীর নাম তেমনি স্বচ্ছ সেই নদীর পানি। শান্ত কিন্তু প্রবাহমান নদি ময়ুরাক্ষি। তার জীবনটা অন্য নদ নদীর তুলনায় নিতান্তই সাধারন। অন্য নদির মত কোন সময় রাগ উঠলে চারপাশ ডুবিয়ে বন্যা তৈরি করেনা। অন্য কোন নদের প্রভাবে নিজের গতিও কখনও বদলায় না। তবে পরিস্থিতি বুঝে নিজেকে ঠিকি অন্যভাবে সাজিয়ে নিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করে ময়ুরাক্ষি। বিশালাকার কোনো সমুদ্রও তাকে তাড়া করে ধরতে পারেনা। ধরলেও ছেড়ে দিতে বাধ্য হয়। যে তার গতি সবসময় বজায় রাখে এমন নদির সাথে কখনও কি পেরে ওঠা যায়? আর এর জন্য নদিটিরও কপালে আজ পর্যন্ত কোনো সমুদ্রের প্রেম জুটল না। সে কোনো সমুদ্র নিজের কপালে জুটানোর কথা ভাবেওনা। সমুদ্রমিলনে তার কোনো আকাঙ্ক্ষা নেই বললেই চলে। নিজের গতি বজায় রাখাই যার ধর্ম তারকি কোনো আকাঙ্ক্ষা থাকতে পারে? অপরদিকে তারই জমজবোন ঝিন্মলতা। বোন জমজ হলেও তাদের মধ্যে মিলের থেকে অমিলই বেশী। সে উড়নচণ্ডী ধরনের নদী। কোনো বখাটে সমুদ্রের কাছে ধরা পড়লে তার মধ্যে নিজেকে বিলিন করে নিজেকে শক্তিশালি করে। অগভির সমুদ্ররা তার নাগাল পেতে নাকচুবনি খায়। জীবন চলার পথে বার বার গতি পরিবর্তন করে চলে। তবে ভেতরটা তার কখনোই বদলায় না। রাগ ক্ষোভ আর বিতৃষ্ণা তে মনটা তার জর্জরিত। সমুদ্রদের থেকে শক্তি নিয়ে একটা একটা করে সমুদ্রকে ধংশ করার তীব্র বাসনা পুশে রেখেছে সে অন্তরে। যদিও সমুদ্র খুব কমই ধংস করেছে সে। তবে যে সমুদ্র গতি ঘুরাতে পেরেছে সেই সমুদ্র আর নিজেকে টিকিয়ে রাখতে পারেনি। হয়ত বিলিন হয়ে গেছে বিশাল কোনো দ্বিপ সৃষ্টি করে, অথবা নিজেকে দুষিত ও নির্জীব করে মেরে ফেলেছে তার অঞ্চলের সমস্ত জলজ প্রানীকে।
তবে ঝিন্মলতা দুই বোনের মধ্যে এত অমিলের মধ্যে একটি মিল হল তাদের দুইজনের পানি একই রকম সুন্দর ও স্বচ্ছ। তাই শুধু পানির রঙ দেখে এদের আলাদা করা খুব কষ্টসাধ্য ব্যপার। আর এই পানি যাচাই করে আলাদা না করার কারনেই ঝিন্মলতার কাছে ধরা খায় বিশাল বিশাল জলরাশি ও সমুদ্র। প্রভাবশালী দুই নদীর খুব কেটে যাচ্ছিলো দিনকাল। কিন্তু সময়কি কখনও সবার একই রকম ভাবে যেতে পারে? তাদেরও গেলোনা। ঝিন্মলতা এইভাবে সমুদ্রকে ধংস করতে করতে একটা সমুদ্রের প্রেমে পড়েই গেলে। সমুদ্রটাকে ধংস করতে না পারার ফলেই মনেহয় তার এই প্রেমের উদ্ভব হয়। ঝিন্মলতা বলে কথা! কিন্তু সেই দুর্বার সমুদ্র সবসময় চাইতো ময়ূরাক্ষীর মত একটা কোমল নদীকে আপন করতে। কখনও সে কোনো নদীর ক্ষতি করেনি। বরং অনেক প্রাণহীন নিথর নদীতে পানি ফিরিয়ে দিয়েছে সমুদ্রটি। শুধু পারেনি সেই ঝিন্মলতার বোন ময়ূরাক্ষীকে পূর্ন করতে। স্বভাবতই যে সবদিক দিয়ে পূর্ন সেই ময়ূরাক্ষী তো কখনওই চাইবেনা অন্যকারোর দয়া নিতে। হয়ত সমুদ্রপ্রেমে না পড়ার মধ্যেই তার পূর্ণতা। কিন্তু সমুদ্রটির বিশালতা দেখে ময়ূরাক্ষীও মনে মনে অনেকবেশী ভালোবেসে ফেলেছিলো সমুদ্রটিকে। তবে কোনো দিনও তার স্বকীয়তা হারিয়ে সমুদ্রকে বুঝতে দেয়নি। সমুদ্রপ্রেমের অপূর্নতায় শেষ হওয়ার দার প্রান্তে এসেও সে সমুদ্রটিকে না বলে দেয়। তাই সমুদ্রটি তার বোন ঝিন্মলতায় মিশে যায় এবং তীব্র আক্ষেপ আর অপূর্নতা নিয়েই জীবন কাটিয়ে চলে।

একটি কাল্পনিক রূপকথা। # হিজিবিজি
- সাকিব হোসাইন


প্লে-স্টোর থেকে  Install করুন Colorful Life Apps এর অসাধারন কিছু অ্যাপ

Bangla Health App


Sleep Cycle App

Comments

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন
................Sleep Tracker Alarm Android App

জনপ্রিয় পোস্টগুলো

ষষ্ঠ থেকে দশম শ্রেনির কমন অংক মিডিল টার্ম | Bangla Middle Term Math Tutorial

নিজেকে অনুপ্রাণিত বা মটিভেট করার উক্তি সমূহ (Quotes of Motivation)

ওজন কমানোর ডায়েট অ্যাপ BMI & BMR