সূর্যালোক থেকে বাসায় এলে আমরা ঘরে অন্ধকার দেখি কেনো । চোখের পরীক্ষা । Test Your Eye

হঠাৎ করে আমরা যখন বেশি আলোর জায়গা থেকে তার চেয়ে তুলনামূলক কম আলোর জায়গায় বা কোনো কম আলোর ঘরে যাই তখন সেই জায়গা বা ঘরটি অন্ধকার দেখি। আবার বাসা থেকে হঠাত বাইরের সূর্যালোকে গেলে চোখ বন্ধ হয়ে আসে। এমন কেন হয় সেটা বোঝার জন্য প্রথমে আমাদের চোখ কিভাবে কাজ করে তা জানা জরুরি।



কোনো পার্থিব বস্তু আমরা তখনই দেখি যখন আলোকরশ্মি সেই বস্তুর ওপর আপাতিত হয়ে প্রতিফলন বা প্রতিসরণ এর মাধ্যমে আমাদের চোখের আইরিশের মাঝখানে থাকা ছিদ্র বা চোখের মণি দিয়ে সেই আলোটা রেটিনায় যেয়ে পরে এবং রেটিনার সাথে থাকা রড ও কোন নামের দুইটি স্নায়বিক কোষ এটিকে মস্তিষ্কে পাঠায় এবং আমরা বস্তুটিকে দেখতে পাই। কোনো বস্তু আমরা তখনই উজ্জ্বল দেখি যখন সেই বস্তু থেকে চোখে আসা আলোর পরিমান আশেপাশের অন্য বস্তুর তুলনায় বেশি হয়।

মন প্রফুল্লতার জন্য ইন্সটল করুন শ্বাসপ্রশ্বাস এর মেডিটেশন অ্যাপ।

কিন্তু আলোর পরিমান খুব বেশি হলে সেটা রেটিনায় স্বাভাবিক অবস্থা থেকে অনেক উজ্জল প্রতিবিম্ব তৈরী করে যার ফলে মস্তিষ্কের জন্য সেই বস্তুটি দেখাটা কষ্ট হয়ে পরে এবং আমরা ঝাপসা দেখি। চোখের এই সমস্যা কিছুক্ষন পরেই ঠিক হয়ে যায় আমাদের চোখের আইরিশে থাকা মণি বা ছিদ্রের সংকোচন ও প্রসারণের মাধ্যমে। কিভাবে এটি হয় তা আপনি সহজ একটা পরীক্ষা করলেই বুঝতে পারবেন। আয়নার সামনে যেয়ে আপনার বাসার টর্চলাইট বা ফোনের ফ্লাশলাইট চোখের কাছে নিয়ে অন করুন আর আয়নায় আপনার চোখের আইরিশের একদম মাঝামাঝি ছোট একটি গোলাকার অবয়ব(চোখের মনি) দিকে ভালো করে লক্ষ করুন।

সঠিক সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে উঠার সহজ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করুন।

দেখবেন সেটি অকস্মাৎ সংকোচিত হয়ে গেলো এবং ইক্টু পরই চোখ সম্পুর্ণ না হলেও খানিকটা স্বাভাবিক হয়ে গেলো। ফ্লাশলাইট অন করার আগে অনেক কম আলো আমাদের চোখের ভেতরে যাচ্ছিলো। তাই ছদ্রটি প্রসারিত বা বড় হয়ে চোখে আসা আলোকরশ্মির বেশির পরিমান চোখের ভেতরে ঢুকতে দিচ্ছিলো। যাতে রুমে আলো কম থাকা অবস্থাতেও আমাদের চোখে আসেপাশের বস্তুগুলো দেখতে পায়। এরপর যখনই ফ্ল্যাশ লাইট অন করা হলো তখনই আশেপাশের বস্তু থেকে চোখে বেশি পরিমান আলো চোখে আসলো আর আমরা বস্তুগুলো ঝাপশা দেখলাম। কিছুক্ষন পরেই চোখের ছিদ্রটি ছোট হয়ে চোখে বেশি আলো যাওয়াকে আটকে দিলো আর আমারা মোটামুটি স্বাভাবিক ভাবে দেখতে পেলাম।

আরোও পড়ুনঃ-

 ==>  কিভাবে আমরা আমাদের শৈশবের আনন্দ গুলো আবার ফিরে পেতে পারি


 ==>  ষষ্ঠ থেকে দশম শ্রেনির কমন অংক মিডিল টার্ম


 ==>  নিজেকে অনুপ্রাণিত বা মটিভেট করার উক্তি সমূহ (Quotes of Motivation)


 ==>  মানসিক রোগ নির্নয়ের অ্যাপ Mental Health Test


Comments

  1. ipaedia.org is a project of Dawah Department of Abrar Foundation. The vision of this project is to create a comprehensive printed encyclopedia and website based on Da'wah, research, educational and subject. The project's mission is to provide research-based, evidence-based, balanced and as far as possible accurate information about Islam in simple and detailed language for all Muslims and non-Muslims alike.

    ReplyDelete

Post a Comment

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন

..............ঘুমের চক্র নির্নয় করে সঠিক সময়ে ঘুমান এবং ঘুম থেকে উঠুন
................Sleep Tracker Alarm Android App

জনপ্রিয় পোস্টগুলো

ষষ্ঠ থেকে দশম শ্রেনির কমন অংক মিডিল টার্ম | Bangla Middle Term Math Tutorial

নিজেকে অনুপ্রাণিত বা মটিভেট করার উক্তি সমূহ (Quotes of Motivation)

ওজন কমানোর ডায়েট অ্যাপ BMI & BMR